একুশ ফার্স্ট ইউনিট ফান্ডের ২৬% লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৯ ২০:৫৫:৩৯


বে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড খাতের একুশ ফার্স্ট ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ফান্ডের ট্রাস্টি। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।

ওইদিন যাদের কাছে ইউনিট ছিলো, তারাই এই লভ্যাংশের জন্য বিবেচিত হবেন। সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফান্ডের ট্রাস্টি।

সম্পদ ব্যবস্থাপকের সূত্র মতে, প্রতি ইউনিটের বিপরীতে ২ টাকা ৬০ পয়সা পাবেন ইউনিটহোল্ডাররা। গত বছর এই ফান্ডের ইউনিটহোল্ডারা লভ্যাংশ পেয়েছিলেন ৮০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ শেষে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩ টাকা ৭১ পয়সা।

ফান্ডটির স্পন্সর ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড। আর ফান্ডটির ট্রাস্টির দায়িত্বে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহসান মারুফ সানবিডিকে বলেন, আমাদের নিজস্ব গবেষণার মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকি। আমরা চাই ইউনিটহোল্ডারদেরকে সর্বোচ্চ মুনাফা দিতে। আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।

তিনি বলেন, অনেক ভালো ভালো সম্পদ ব্যবস্থাপক আছে। যারা বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা দিতে কাজ নিরলসভাবে করছে।  আমরা চাই মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ করুক।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর