দেশে প্রথমবার ৩৬ হাজার টিকা এলো জনসনের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২০ ১৬:৪৭:৫৮


মহামারি করোনার সংক্রমণ রোধে দেশে প্রথমবারের মতো তিন লাখ ৩৬ হাজার ডোজ করোনা টিকা এসেছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেল বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেয়েছে বাংলাদেশ। জনসনের টিকা এই প্রথম বাংলাদেশে এসেছে। এই টিকা অন্যান্য টিকার মতই সংরক্ষণ করা যাবে।

যুক্তরাষ্ট্রের কম্পানি জনসন অ্যান্ড জনসনের সহযোগী প্রতিষ্ঠান জেনসেন ফার্মাসিউটিক্যালসের তৈরি এই টিকার ৬৬ শতাংশ কার্যকারিতা পাওয়া যায় পরীক্ষামূলক প্রয়োগে।

সানবিডি/এনজে