মানি লন্ডারিং ঠেকাতে নাইজেরিয়া-লেবাননের সঙ্গে চুক্তি
প্রকাশ: ২০১৬-০২-১১ ১৯:৫৮:৫৮
মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সঙ্গে নাইজেরিয়া, লেবানন ও কাজাকিস্তান এফআইইউ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৩১ জানুয়ারি-০৫ ফেব্রুয়ারি, ২০১৬ মেয়াদে এগমন্ট গ্রুপের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসমূহের সভা চলাকালে মোনাকোতে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকসমূহে বিএফআইইউ এর পক্ষে ইউনিটের অপারেশনাল হেড (মহাব্যবস্থাপক) দেবপ্রসাদ দেবনাথ এবং নাইজেরিয়া, লেবানন ও কাজাখস্তান এফআইইউ এর পক্ষে তাদের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের সাঙ্গে নাইজেরিয়া, লেবানন ও কাজাখস্তান এর মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক তথ্য আদান-প্রদান আরো সহজতর হবে বলে আশা করা হচ্ছে। বিএফআইইউ এর সাঙ্গে এ পর্যন্ত সমঝোতা স্মারক স্বাক্ষরকারী এফআইইউ এর সংখ্যা দাঁড়ালো ৪১।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিএফআইইউ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মহছিন হোসাইনী, ইয়াসমিন রহমান বুলা ও উপ-পরিচালক তরুন তপন ত্রিপুরা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/আহো