সিএসইতে স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজের যাত্রা
প্রকাশ: ২০১৬-০২-১১ ২০:১৬:১২
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ট্রেকহোল্ডার হিসেবে যাত্রা করল স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডে। আজ বৃহস্পতিবার সকালে নগরীর আগ্রাবাদে স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের অফিস উদ্বোধন করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. আব্দুল মজিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড আজ বাজারে এসেই নতুন এক মাইলফলক উন্মোচন করল। সাধারণত, শেয়ার কোম্পানিগুলো বাজারে ট্রেডিং, ওনারশিপ, ম্যানেজার এই ৩টি সেক্টর নিয়ে একসাথে কাজ করে। কিন্তু আমি জেনেছি, এই সিকিউরিটিজ অফিস শুধু ট্রেড নিয়ে কাজ করবে। সেটা খুবই ভালো সংবাদ।
আব্দুল মজিদ বলেন, কোনও ধরনের ট্রেনিং ছাড়াই বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট শুরু হয়েছে। ফলে অধিকাংশই শেয়ারবাজার সম্পর্কে না জেনেই এখানে বিনিয়োগ করেন। তাদের শেয়ারবাজার সম্পর্কে জানতে হবে। শেয়ারবাজারের রিস্ক সম্পর্কে জানতে হবে। এ সময় শেয়ারবাজারের নিয়ম- কানুন জেনে তারপরই সাধারণ বিনিয়োগকারীদের বাজারে আসার পরামর্শও দেন তিনি।
স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী পরিচালক নূর মোহাম্মাদ বাবু বলেন, আমরা এই বাজারে এসেছি মূলত ট্রেড নিয়ে। যারা বিও অ্যাকাউন্ট খুলে আমাদের সিকিউরিটিজ অফিসের সাথে যুক্ত হবেন তাদের প্রত্যেককেই আমরা শেয়ারবাজার, লেনদেনসহ অন্যান্য বিষয়ে পরামর্শ দেব। যাতে বিনিয়োগকারীরা তাদের পুঁজির সঠিক ব্যবহার করতে পারেন।
অনুষ্ঠানে অন্য বক্তারা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কাছে শেয়ারবাজার সম্পর্কে বিনিয়োগকারীদের এবং বিভিন্ন শেয়ার ট্রেডিং কোম্পানিকে শেয়ারবাজার সম্পর্কিত বিভিন্ন ট্রেনিং কর্মসূচি দেওয়ার দাবি জানান। এতে করে শেয়ার ব্যবসা কি তা সম্পর্কে সবাই অবগত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক মহিউদ্দিন, স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, পরিচালক শফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
সানবিডি/ঢাকা/আহো