ইয়েমেনে সৌদি হামলা, অভিবাসীসহ নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২১ ২২:১৬:৫১


ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তিন শিশুসহ ৬০ জনেরও বেশি নিহত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) সেভ দ্য চিলড্রেন এমন খবর দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাদা প্রদেশে বিমান হামলায় আফ্রিকান অভিবাসীসহ বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলে সাদায় একটি অস্থায়ী আটক কেন্দ্রে খুব ভোরে হামলা চালানো হয়েছে। দুপুর পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করতে দেখা গেছে। হামলায় কতোজন নিহত হয়েছেন, এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বংসস্তূপে আটকেপড়াদের উদ্ধার করা হচ্ছে। আল-জামহুরি হাসপাতালে আহতরা কাতরাচ্ছে।

ইরানঘনিষ্ঠ হুতিদের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে সোমবার সংযুক্ত আরব আমিরাতে হুতিদের ড্রোন হামলায় দুই ভারতীয় ও এক পাকিস্তানি নিহত হয়েছেন। তখন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলো আমিরাত।

এছাড়া সৌদি আরবের বিভিন্ন শহরেও নিয়মিত আন্তঃসীমান্ত হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। সেভ দ্য চিলড্রেনের এক বিবৃতিতে বলা হয়েছে, সাদা প্রদেশে বহু লোক হতাহত হয়েছেন। তাদের মধ্যে তিন শিশু আছে।

ইয়েমেন যুদ্ধ সত্ত্বেও অভিবাসীরা হর্ন অফ আফ্রিকা হয়ে সৌদি আরব ও ধনী উপসাগরীয় দেশগুলোতে পাড়ি জমাতে চেষ্টা করছেন। শুক্রবার ইয়েমেনে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো।

সৌদি বাহিনী টেলিযোগাযোগ স্থাপনায় হামলা করলে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর আগে বৃহস্পতিবার হুদাইদাহ অঞ্চলের হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আরব জোট।

এএ