জেমিনি সি ফুডের ইপিএস ৮ টাকা ৫৪ পয়সা

প্রকাশ: ২০১৬-০২-১১ ২০:১৯:২৮


GEMINI-SEA-FOODপ্রথম প্রান্তিকে জেমিনি সি ফুডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৫৯ পয়সা। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের এ কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর পুরাটাই ছিল নগদ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৬ টাকা ৮৯ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ টাকা ৮৩ পয়সা।

সানবিডি/ঢাকা/আহো