সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২২ ১২:৩২:৪১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৯৩১টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৬৯৬ কোটি ২৪ লাখ ১৬ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২ কোটি ৮১ লাখ ৪৩ হাজার ৫৪৩টি  শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৩৮৭ কোটি ৬৫ লাখ ৫ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ফরচুন সুজের ২ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৭৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৯ কোটি ৯৬ লাখ ১৯ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাইফ পাওয়ারটেকের ৩১৬ কোটি ৫৪ লাখ ৬২ হাজার টাকার, জিপিএই ইস্পাতের ২৩০ কোটি ৭১ লাখ ৯১ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ২১৮ কোটি ৬ লাখ ৭৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৯৮ কোটি ৭৩ লাখ ৮২ হাজার টাকার, আরএকে সিরামিকসের ১৯৮ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকার, ফারইস্ট ইসলামি ইন্সুরেন্সের ১৮৭ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকার এবং ওরিয়ন ফার্মার ১৬৮ কোটি ২৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস