নির্মাণাধীণ ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২২ ১৪:১৮:৩১
রাজধানীর ভাষানটেক এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে বাদল (৪৫) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।
নিহত বাদলের সহকর্মী ভুলু জানান কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তার সহকর্মী নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় বাদলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভুলু আরও জানান, ভাষানটেক থানার মাটিকাটা এলাকার দেওয়ান পাড়ার একটি নির্মাণাধীন ভবনে থাকতেন বাদল। তার বাড়ি বগুড়া জেলার হালুয়াঘাট থানার সোনাতলা গ্রামে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাষানটেক থানাকে জানানো হয়েছে।
সানবিডি/এনজে