পতন থেকে বের হতে পারছে না এশিয়ার পুঁজিবাজার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২২ ১৮:৫৫:০৮


এশিয়ার পুঁজিবাজারে পতন ঘটছে অব্যাহতভাবে। কোনভাবেই এ ধারা থেকে বের হতে পারছে না এ অঞ্চলের শেয়ার বাজার। গতকালও এ অঞ্চলে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামের পতন হয়েছে। একই সাথে সুচকেরও পতন হয়েছে ধারনার চেয়ে অনেক বেশি।

দা ইকোনোমিক টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শেয়ার বাজারে সুচকের পতন হয়েছে ০.৮ শতাংশ। একই সাথে জাপানের নিকির পতন হয়েছে ১.৬৬ শতাংশ। কারন হিসেবে বলা হচ্ছে এই অঞ্চলে তেলের দাম কমেছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি যা শেয়ার বাজারে প্রভাব ফলেছে।

দুদিন আগে হংকং এর শেয়ারবাজার গত ৬ মাসের মধ্যে সবচেয়ে ভাল অবস্থান পার করেছে। ঠিক তার এক দিন পর এখানে সুচকের পতন হয়েছে ০.২৪ শতাংশ। এই সাথে চীনের ব্লুচিপস এর সুচকের পতন হয়েছে ০.৫ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল আমেরিকায় প্রতি ব্যারেল অপোরিশোধিত তেলের দাম ২.৪৪ শতাংশ কমে ৮৩.৪৬ ডলার হয়েছে। একই সাথে পরিশোধিত তেলের দাম ২.৫৫ শতাংশ কমে ৮৬.১৪ ডলার হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এসএ/এএ