জোর করে মুখে চুমু খান ভারতীয় বিজ্ঞানী

প্রকাশ: ২০১৬-০২-১১ ২০:৩৫:৪৪


2016_02_11_20_30_08_RnJWNgtOfEybY232ddGyLR72AAo8ci_originalভারতীয় পরিবেশবিজ্ঞানী রাজেন্দ্র পাচৌরি। যৌন হয়রানির অভিযোগ তারই এক প্রকার হয়রান হওয়ার জোগার।  দু’দিন আগে নতুন পদ তৈরি করে নির্বাহী ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল ভারতীয় শক্তি ও সম্পদ প্রতিষ্ঠান (টেরি)। সেই বিতর্ক না থামতেই যৌন হয়রানির অভিযোগ তুললেন এক নারী।

টেরির সাবেক ওই কর্মী গত বুধবার একটি চিঠিতে লিখেছেন, নানাভাবে হয়রানি করা তো চলছিলই। একবার এক অনুষ্ঠানে জড়িয়ে ধরে একেবারে মুখে চুমু খেয়ে বসেন ৭৪ বছর বয়সী এই বিজ্ঞানী।

চিঠিতে ওই নারীর দাবি, গত ফেব্রুয়ারি থেকে পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ করার চেষ্টা করে লাভ হয়নি। এমনকি টেরির মানব সম্পদ বিভাগে প্রভাব খাটিয়ে পাচৌরি বিষয়টি ধামাচাপা দিয়ে দেন।

এর মধ্যে পাচৌরির জন্য আরো জটিল পরিস্থিতি তৈরি করেছে টেরির শিক্ষার্থীরা। আগামী মার্চে টেরির সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা। সদ্য নিযুক্ত নির্বাহী ভাইস-চেয়ারম্যানের (পাচৌরি) হাত থেকে ডিগ্রি নেবে না ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়কে নিজেদের সিদ্ধান্ত লিখে জানাবে তারা। এর আগে এক খোলা চিঠিতে ক্ষোভের কথা জানিয়েছে অনেক শিক্ষার্থী।

গত বছর ফেব্রুয়ারিতে পরিবেশবিদ রাজেন্দ্র পাচৌরির বিরুদ্ধে শ্লীলতাহানি, পিছু নেয়া ও যৌন হয়রানির অভিযোগ করেন তারই এক নারী সহকর্মী। এর জেরে টেরির ডিরেক্টর জেনারেলের পদ খোয়াতে হয় তাকে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক কমিটির প্রধানের পদ থেকেও সরে দাঁড়ান এই বিজ্ঞানী।

তবে আগাম জামিন পান পাচৌরি। গত জুলাইয়ে হাইকোর্টের অনুমতিতে ফের টেরিতে নিজের ছেড়ে যাওয়া পদে ফেরত আসেন তিনি। তার পর থেকেই নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তিবে হাইকোর্টে পাচৌরি দাবি করেছেন, নতুন দায়িত্বভার দেয়ার পরই ইচ্ছে করে এসব বিতর্ক খুঁচিয়ে তোলা হচ্ছে।

সানবিডি/ঢাকা/আহো