আমরা ২০ রান কম করেছিলাম: মিরাজ
প্রকাশ: ২০১৬-০২-১১ ২০:৩৯:৪৫
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন উইকেট হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৬ রান করে টাইগার যুবারা। পরে উন্ডিজরা আট বল বাকি থাকতে তিন উইকেট হাতে রেখে জয় পায়।
এদিন ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, আমরা ভেবেছিলাম যদি ২৪০-২৫০ রান করতে পারি তাহলে তা যেকোনও দলের জন্য কঠিন হবে। আমরা ২০ রান কম করেছিলাম। আমি ও সাইফুদ্দীন আউট হয়ে গিয়েছিলাম তখন রানের গতি কমে গিয়েছিল। আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে রান ২৫০ হত।
তিনি আরও বলেন, প্রত্যাশা থেকে আমাদের চাপ ছিল যে আমাদের সেমিফাইনাল ম্যাচ জিততে হবে। আমরা একেবারেই তরুণ। আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেক দর্শকের সামনে খেলেছি। পরবর্তীতে এটা আমরা ঠিকঠাক পরিচালনা করব।
সানবিডি/ঢাকা/আহো