আরও ২ উড়ালসেতু হচ্ছে চট্টগ্রামে

প্রকাশ: ২০১৬-০২-১১ ২০:৫২:৪০


flyoverচট্টগ্রামে আরও ২টি উড়াল সেতু নির্মিত হচ্ছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৮৬ কোটি টাকা। কোতোয়ালি থেকে পুরাতন স্টেশন এবং সাগরিকা থেকে কর্নেল হাঠ পর্যন্ত এই উড়ালসেতু নির্মাণ করা হবে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সম্মেলন কক্ষে চসিক, সিডিএ এবং মন্ত্রী পর্যায়ের এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এক্সপ্রেসওয়ের ফিজিবিলিটি স্টাডি রিপোর্টের ওপর মতবিনিময় হয়।মতবিনিময় সভায় নতুন উড়ালসেতু নির্মাণের বিষয়টি উত্থাপন করেন সাংসদ আফছারুল আমীন।

জানা গেছে, চট্টগ্রামে অন্যান্য উড়ালসেতু সেতু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) দায়িত্ব নিয়ে করে থাকলেও এবার এই উড়ালসেতু নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

চসিকের নতুন উড়ালসেতুগুলোর ড্রয়িং (নকশা) দেখিয়ে আফছারুল আমীন বলেন, কোতোয়ালি থেকে পুরাতন রেল স্টেশন এবং সাগরিকা থেকে কর্নেলহাট পর্যন্ত উড়ালসেতু তৈরি হলে ভাটিয়ারী, কর্নেল হাঠসহ ওই এলাকার মানুষ খুবই অল্প সময়ের মধ্যে কোতোয়ালি এবং কোর্ট বিল্ডিং এলাকায় চলে আসতে পারবে। আগামী অর্থ বছরের শুরুতে অর্থাৎ জুলাই থেকে নির্মাণকাজ শুরু হবে।

চসিকের নতুন এই দুইটি উড়ালসেতুর নির্মাণ ব্যয় সম্পর্কে চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, কোতোয়ালি থেকে পুরাতন রেলস্টেশন পর্যন্ত এই উড়ালসেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি টাকা। সাগরিকা থেকে কর্নেল হাট পর্যন্ত উড়ালসেতুটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি টাকা। দুইটি উড়ালসেতুই ২ লেনের হবে। উড়ালসেতু নির্মাণে দেড় বছর সময় লাগবে।

জানা গেছে, উড়ালসেতু দুটি নির্মাণে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ইতোমধ্যেই সেতু ও পরিবহন মন্ত্রাণালয়ে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো