দিনাজপুরে হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২৩ ১৫:০৬:১৮
হিমেল হাওয়া ও কুয়াশার প্রভাব পড়েছে উত্তরের জেলা দিনাজপুরে।ফলে গতকালের চেয়ে রবিবার (২৩ জানুয়ারি) শীতে সাধারণ মানুষের ভোগান্তি একটু বেশিই।
শনিবার সকালে সূর্যের মুখ দেখা গেলেও রবিবার দুপুর পর্যন্ত ওঠেনি সূর্য। একই সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বইছে হিমেল হাওয়া। আবহাওয়া অধিদফতরের ভাষ্যমতে, সকালে এই হিমেল বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় তিন থেকে চার কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই গতিবেগ বাড়ছে।
এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, দিনাজপুরে (সকাল ৬টায়) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৮৭ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। শনিবার এই তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রারা বেড়েছে শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া জেলার পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর ১২ দশমিক ৮, তেতুলিয়ায় ১৩ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৪, ডিমলায় ১৩ দশমিক ৫, রাজারহাটে (কুড়িগ্রাম) ১২ দশমিক শূন্য, নওগাঁয় ১৩ দশমিক শূন্য, রাজশাহীতে ১৩ দশমিক ৭, চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, যশোর, সাতক্ষীরা, কয়রা (খুলনা) ও মোংলায় (বাগেরহাট) হালকা বৃষ্টি হয়েছে । আগামী ৪৮ ঘণ্টায় দেশের আরও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে। ফলে পুনরায় আরও একটি শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।
তিনি জানান, তাপমাত্রা বাড়লেও বাতাসের প্রভাবেই শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আগামী দুই দিন এই অবস্থা বিরাজমান থাকতে পারে।
সানবিডি/এনজে