ভোমরায় ৬ গুণ বেড়েছে জিরা আমদানি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-২৩ ১৫:২১:৪৫
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ব্যাপক পরিমাণ বেড়েছে জিরা আমদানি।২০২০-২১ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মসলাপণ্যটির আমদানি বেড়েছে কমপক্ষে ছয় গুণ। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, পাকিস্তানি ও ইরানি জিরার তুলনায় দাম কম হওয়ায় দেশের বাজারে ভারতীয় জিরার কদর বেশি।
এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখার তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে ১ হাজার ৮৮১ টন, যার মূল্য ২৯ কোটি ৫২ লাখ টাকা। এসব জিরা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৫ কোটি ৮৩ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছিল ৩২০ টন, যার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা। সরকারের রাজস্ব আয় হয়েছিল ২ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে জিরা আমদানি বেড়েছে ছয় গুণেরও বেশি।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপন জানান, এ বন্দর দিয়ে মসলার মধ্যে শুধু জিরারই আমদানির অনুমতি রয়েছে। ব্যবসায়ীদের সব ধরনের মসলাপণ্য আমদানির অনুমতি দিলে সরকারের যেমন রাজস্ব আয় বাড়ত, তেমনি ব্যবসায়ীরাও লাভবান হতে পারতেন।
সানবিডি/এনজে