কালীগঞ্জে বস্তার গোডাউনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-২৩ ১৬:২৩:২৩


ঝিনাইদহের কালীগঞ্জে একটি বস্তার গোডাউনে আগুন ধরে প্রায়  ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের। শনিবার দিবাগত রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ডের ওই গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রবিউল ইসলাম নবা বলেন, নিমতলা বাসস্ট্যান্ডে একটি গোডাউন ভাড়া করে বস্তার ব্যবসা করি।

শনিবার রাতে হঠাৎ আমার গোডাউনে আগুন লাগে। যখন আগুনের ঘটনা ঘটে তখন গোডাউনটি বন্ধ ছিল। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানি না। আগুনে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতা আগুন নিয়ন্ত্রণে আনি। তার আগেই গোডাউনে থাকা এক হাজারের বেশি বস্তা আগুনে ভষ্মিভূত হয়ে যায়। আগুন সময় মত নিয়ন্ত্রণ করা না গেলে পাশে থাকা কীটনাশক কম্পানি বায়ারের একটি গোডাউন ও একটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হতে পারতো। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সানবিডি/এনজে