বৈশ্বিক বাজারে আট বছরের সর্বোচ্চে দুগ্ধপণ্যের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২৪ ১১:২৩:৩৩


দুগ্ধপণ্যের বৈশ্বিক বাজারে অস্থিতিশীলতা ক্রমেই বাড়ছে। গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ নিলামে এসব পণ্যের দাম বেড়ে আট বছরের সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্বজুড়ে দুগ্ধপণ্য উৎপাদন ঘাটতি ও সরবরাহ সংকট মূল্যবৃদ্ধিতে বড় ভূমিকা পালন করছে।

দুগ্ধপণ্যের আন্তর্জাতিক বাজার নিয়ে প্রতি মাসেই নিউজিল্যান্ডে দুটি জিডিটি নিলাম অনুষ্ঠিত হয়। ফন্টেরা গ্রুপ এ নিলামের আয়োজন করে। চলতি বছর প্রথম নিলামে দুগ্ধপণ্যের দাম বাড়লেও তা ছিল খুবই সীমিত। তবে শেষ নিলামে মূল্যসূচকে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগের নিলামের তুলনায় দুগ্ধপণ্যের গড় দাম বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। ৪ জানুয়ারি অনুষ্ঠিত নিলামে মূল্যসূচক ছিল ১ হাজার ৩৩৬ পয়েন্টে। কিন্তু সর্বশেষ নিলামে সূচক ১ হাজার ৩৯৭ পয়েন্টে উঠে এসেছে। সামগ্রিক মূল্যবৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে ননিযুক্ত গুঁড়ো দুধ (ডব্লিউএমপি)।

এ বিষয়ে মূল্যসূচকের তথ্য বলছে, এ নিলামে সর্বোচ্চ ৩৩ হাজার ২০৫ টন দুগ্ধপণ্য সরবরাহ করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে ৩০ হাজার ৬৪৪ টন। নিলামে ১৫টি বিডিং রাউন্ডে ১৬৭ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান অংশ নেয়। এদের মধ্যে জয়ী হয়েছে ১১১ জন। নিলামে দুগ্ধপণ্যের গড় দাম উঠেছে ৪ হাজার ৪৬৩ ডলারে।

জিডিটি নিলামে সবচেয়ে বেশি প্রভাবশালী পণ্য ডব্লিউএমপি। পণ্যটি থেকে খামারিরা সরাসরি মুনাফা লাভ করেন। এবার পণ্যটির দাম সবচেয়ে বেশি বেড়েছে। এটি দুগ্ধপণ্যের গড় দামে প্রভাব ফেলেছে। প্রতি টন ডব্লিউএমপি বিক্রি হয়েছে ৪ হাজার ৮২ ডলারে, যা আগের নিলামের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে পণ্যটির দাম আরেকবার ৪ হাজার ডলারের গণ্ডি পার করল।

এদিকে ননিবিহীন গুঁড়ো দুধসহ (এসএমপি) অন্য সব পণ্যের দামও বেড়েছে। জিডিটি নিলামে দ্বিতীয় প্রভাবশালী পণ্য এসএমপি। সর্বশেষ নিলামে পণ্যটির দাম ৫ শতাংশ বেড়েছে। প্রতি টন বিক্রি হয়েছে ৩ হাজার ৯৬৩ ডলারে। অর্থাৎ এটিও ৪ হাজার ডলারের কাছাকাছি অবস্থান করছে।

সানবিডি/এনজে