রাজশাহীতে সোয়া কোটি টাকার হেরোইন জব্দ
আপডেট: ২০১৬-০২-১২ ১১:৪৪:৫০
রাজশাহীর গোদাগাড়ীতে সোয়া কোটি টাকা মূল্যের এক কেজি দুইশ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরবয়ারমারী এলাকা থেকে এসব হেরোইন জব্দ করা হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদ জানান, হেরোইন পাচারের খবর পেয়ে রাতে উপজেলার চরবয়ারমারী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশকে দেখামাত্রই হেরোইন বহনকারী দুইজন পালিয়ে যায়। পরে সেখান থেকে ১২টি পলিথিনে পৃথকভাবে রাখা মোট এক কেজি ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
জব্দ করা এসব হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানান ওসি।
সানবিডি/ঢাকা/আহো