দিনাজপুরে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু, ৫০% শতাংশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-২৪ ১৬:১০:০৬


দিনাজপুরে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে।

আজ সোমবার (২৪ জানুয়ারি) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুরে ২৪ ঘণ্টায় ১৪৯ নমুনা পরীক্ষা করে ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ৩৩ শতাংশ। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৩০৭ জন। বর্তমানে সক্রিয় করোনা রোগী ৩৮৩ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৩২ জন।

এ বিষয়ে সিভিল সার্জন সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৪ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন।

সানবিডি/এনজে