সবচেয়ে কম বয়সে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন শাহীন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২৪ ১৭:৩৬:৩৮


পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি সোমবার (২৪ জানুয়ারি) আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সবচেয়ে কম বয়সী এবং প্রথম কোনো পাকিস্তানি ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি তথা আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন তিনি।

শাহীন আফ্রিদি গেল বছর টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। গেল বছর সব মিলিয়ে ৩৬ ম্যাচে ২২.২০ গড়ে ৭৮ উইকেট নেন। তার সেরা বোলিং ফিগার ছিল ৫১ রানে ৬ উইকেট।

২১ বছর বয়সী এই পাকিস্তানি পেসার বছর জুড়ে তিন ফরম্যাটেই ব্যাটসম্যানদের দিশেহারা করেছেন। বিশেষ করে টেস্ট এবং টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্সে ছিল চোখ ধাঁধানো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের হয়ে বিশ্বকাপে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এ ছাড়া ২০২১ সালে সব মিলিয়ে ২১টি টি-টোয়েন্টি ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন। অধিকাংশ ম্যাচে ডেথ ওভারে অসাধারণ বোলিং করেছিলেন তিনি।

টেস্টে ১৭.০৬ গড়ে ৪৭ উইকেট নিয়েছিলেন তিনি।

এএ