সিরিয়ায় যুদ্ধ বিরতিতে সম্মত রাশিয়া-যুক্তরাষ্ট্র

আপডেট: ২০১৬-০২-১২ ১২:২৬:৫০


russia_usa_friendship_gralসিরিয়ায় চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলো একমত হয়েছে। জার্মানির মিউনিখে এক বৈঠকের পর স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ কথা জানান।

মার্কন পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে শক্তিধর দেশগুলো। এতে আরও জানানো হয়েছে, মিউনিখে অনুষ্ঠিত বৈঠকে সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য একটি চুক্তির বিষয়ে সম্মত হয়েছে বৃহৎ শক্তির দেশগুলো। আগামী এক সপ্তাহের মধ্যে এই চুক্তি করা হবে।

বৈঠক শেষে জন কেরি বলেন, সিরিয়ার বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন আনতে বিশ্বশক্তিগুলো একটি পরিকল্পনা বাস্তবায়নে সম্মত হয়েছে। আমরা মানবিক পরিস্থিতির উন্নয়ন ও যুদ্ধ বন্ধের বিষয়ে অগ্রসর হয়েছি। এখন থেকে এক সপ্তাহের মধ্যে সিরিয়া যুদ্ধ বন্ধে সম্মত হয়েছি। তিনি বলেন, ইসলামিক স্টেট ও আল নুসরা ফ্রন্ট বাদে যেকোনো পক্ষের ক্ষেত্রে সিরিয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, সিরিয়ায় বিদ্রোহীদের দমনে সরকারের সমর্থনে রাশিয়ার বিমান হামলা বন্ধ না হলে যুদ্ধ বন্ধ হবে না।

ওই বৈঠকে সুইজারল্যান্ডের জেনেভায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে কার্যকর সংলাপ শুরুর বিষয়েও আলোচনা হয়েছে। চলতি মাসের শেষের দিকে নতুন করে সংলাপ শুরু হতে পারে।

প্রসঙ্গত, প্রায় সাড়ে ৪ বছর আগে সিরিয়ার সংঘাত শুরু হয়। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করতে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা দেশগুলো অনেক চেষ্টা করেছে। কিন্তু সিরিয়ার যুদ্ধে প্রেসিডেন্ট বাশারের পক্ষে রাশিয়া সম্পৃক্ত হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে।

রাশিয়া বলছে, জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট বা আইএসকে লক্ষ্য করে তাদের বিমান হামলা চালানো হচ্ছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট আসাদ বিরোধীদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। গত সাড়ে চার বছরের যুদ্ধে সিরিয়ায় ৬৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের হিসেবে এখন পর্যন্ত এই যুদ্ধ আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছে। সিরিয়া থেকে লাখো শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে।

সানবিডি/ঢাকা/আহো