মধ্য বাড্ডায় ৭ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
আপডেট: ২০১৬-০২-১২ ১২:৪১:৩১
রাজধানীর মধ্য বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা গেছেন এক শ্রমিক। তার নাম আলআমিন (২৫)। তার দেশের বাড়ি জানা যায়নি। তিনি মধ্য বাড্ডার আলাতুন্নেসা স্কুলের পাশে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
আলাআমিনের সহকর্মীরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার দিকে মধ্য বাড্ডার মোল্লাপাড়া মসজিদ সংলগ্ন ওয়ার্কাস ডেভেলপমেন্ট নামের একটি কোম্পানির মঙ্গল গার্ডেন নামের নির্মাণাধীন ভবনের সপ্তম তলায় সেন্টারিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। অসতর্কাবস্থার কারণে পা পিছলে এসময় নিচে পড়ে যান আলআমিন। সহকর্মী আফজালসহ আরো কয়েকজন তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ঢামেক পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে আফজালসহ নিহতের ৩ সহকর্মীকে। ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানিয়েছেন, বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদের ক্যাম্পে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হবে।আলআমিনের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো