ফের গেইনারের শীর্ষে লিবরা ইনফিউশনস

আপডেট: ২০১৬-০২-১২ ১২:৪৬:৪৫


full_1368530855_1455256636সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকার ফের শীর্ষে অবস্থান করছে লিবরা ইনফিউশনস লিমিটেড। আলোচ্য সপ্তাহের আগের সপ্তাহেও গেইনারের শীর্ষে ছিল কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৬ দশমিক ৪১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৮০ লাখ ১৪ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২৫ দশমিক ০৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৩৩ লাখ ৪২ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ৬৭ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ২৫ দশমিক ০৪ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১২ কোটি ৭৫ লাখ ৩ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইসলামী লাইফ ১৯ দশমিক ৩৩ শতাংশ, সিএমসি কামালের ১৭ দশমিক ৮১ শতাংশ, গ্রামীণ মিউচ্যুয়াল ওয়ানে ৯ দশমিক ২৫ শতাংশ, স্টাইল ক্রাফ্ট ৮ দশমিক ৮৮ শতাংশ, এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৮ দশমিক ৮৪ শতাংশ, আল-হাজ টেক্সটাইল ৮ দশমিক ৭১ শতাংশ এবং ফারইস্ট ইসলামী লাইফে ৮ দশমিক ২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সানবিডি/ঢাকা/আহো