আইডিআরএ চেয়ারম্যানের বোনের তিন ধাপ পদাবনতি

ফারইস্ট: দুই বছরের অতিরিক্ত বেতন-ভাতা ফেরত দিতে হবে

:: আপডেট: ২০২২-০১-২৬ ০৯:৩১:২৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে চলছিলো অবৈধভাবে পদোন্নতির মহোৎসব। এভাবে চলতে থাকা পদোন্নতির লাগাম টেনে ধরার চেষ্টা চলছে নতুন দায়িত্ব নেওয়া পরিচালনা পর্ষদ। একই সাথে যারা অবৈধভাবে  সাম্প্রতিক সময়ে পদোন্নতি নিয়েছেন তাদেরকে পদাবনতি করা হয়েছে।

এই তালিকায় রয়েছে খোদ বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেনের বোন ফেরদৌস আক্তার। তাকে তিন ধাপ পদাবনতি করা হয়েছে। বর্তমান পদ থেকে তাকে ৩ ধাপ পিছিয়ে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার করা হয়েছে। তিনি ২০১৯ সালে জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট বা (জেভিপি) হিসাবে পদোন্নতি পান।

এদিকে অবৈধভাবে পদোন্নতি প্রাপ্ত কিছু কর্মকর্তার দুই বছরের অতিরিক্ত বেতন-ভাতা ফেরত দিতে হবে। তবে যাদের ইতোমধ্যে তিন বছর হয়েছে তাদের বিষয়ে বিকল্প চিন্তা করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ রহমাত উল্লাহ সানবিডিকে বলেন, বিভিন্ন সময় কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভিন্ন কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়। এর অধিকাংশ হয়েছে ২০১৮ সালে থেকে ২০২১ সালের মধ্যে। আমাদের নজরে আসার পর পর্ষদ সভায় তা নিয়ে আলোচনা করে পদানবতি করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, অনিয়মের মাধ্যমে এ পদোন্নতি দেওয়া হয়েছিল। আমরা একটি কমিটি করে নিয়মের মধ্যে এনেছি। আগে উনারা যেসব বেতন-ভাতা নিয়েছিলেন, তা সমন্বয় করা হবে। পদাবনতি মানে এই নয় যে উনারা এ অবস্থানে থাকবেন। ইতোমধ্যে অনেকের তিন বছর পূর্ণ হয়েছে। তাদের মূল্যায়ন করা হবে। অর্থাৎ আমরা একটি শৃঙ্খলার মধ্যে আনতে চাই।

২০১৭ সালের ২ জুলাই পদ্মা লাইফ থেকে এ কোম্পানিতে এসইও পদে যোগদান করেন ফেরদৌসি আক্তার। মাত্র আড়াই বছরে তিনটি প্রমোশন পেয়ে জয়েন ভাইস প্রেসিডেন্ট বা (জেভিপি) হয়েছিলেন তিনি। প্রথম বছরে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এরপর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং সর্বশেষ ২০২০ সালের ১ সেপ্টেম্বর জেভিপি হিসাবে পদোন্নতি পান এ কর্মকর্তা। স্বাভাবিক নিয়মে এ তিনটি প্রমোশনের জন্য ৯ বছর সময় লাগে।

কিন্তু কোনো এক অদৃশ্য শক্তিতে লাফিয়ে লাফিয়ে পদোন্নতি পান তিনি। আর্থিক সংকটের কারণে গত ৬ বছর কোম্পানির কর্মকর্তাদের বেতন বৃদ্ধি এবং পদোন্নতি বন্ধ। সেখানে কোনো প্রতিবন্ধকতাই তাকে আটকাতে পারেনি। বিষয়টি নিয়ে অন্য কর্মকর্তাদের ক্ষোভ থাকলেও নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের বোন হওয়ায় কেউ কথা বলতে সাহস পাননি।

ফারইস্ট লাইফ: ‘আইডিআরএ চেয়ারম্যানের বোনসহ’ ২৩ কর্মকর্তার পদাবনতি

অন্যান্যের মধ্যে মাজেদুল ইসলামকে এএমডি থেকে পদাবনতি করে এসইভিপি করা হয়েছে। কামাল আহমেদ হাওলাদারকে এসইভিপি থেকে জেইভিপি, শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাককে এসইভিপি থেকে এসভিপি, মোঃ ফিরোজ শাহ আলমকে ইভিপি থেকে এসইভপি, মোঃ নজরুল ইসলামকে ইভিপি থেকে এসভিপি, মাহমুদুল হাসানকে ইভিপি থেকে এফএভিপি, মোঃ আমিরুজ্জামানকে জেইভিপি থেকে এসভিপি, মোঃ শাহ আলমকে এসভিপি থেকে জেএসভিপি, মোঃ শহিদুল আলমকে এসভিবি থেকে ভিপি করা হয়েছে।

এদিকে মামুনুর রশিদকে এসভিপি থেকে ভিপি, শাহাদত হোসেন হাজারিকে এসভিপি থেকে জেএসভিপি, মাহমুদ হাসানকে জেএসভিপি থেকে জেভিপি, মোঃ ইলিয়াসুর রহমানকে জেভিপি থেকে এভিপি, মোঃ নূরে আলম আল কায়সারকে ভিপি থেকে জেভিপি, মোঃ আজহারুল ইসলামকে ভিপি থেকে এভিপি করা হয়েছে।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সে পদোবনতি প্রাপ্তদের মধ্যে ওসমান গণি এভিপি থেকে এসও, ফারহানা ইয়াসমিনকে এভিপি থেকে এসও, অনামিকা ইসলামকে এভিপি থেকে অফিসার, মোঃ মাসুম হোসাইনকে এফএভিপি থেকে এসইও, মোঃ নূরে আলম মিয়াজিকে এফএভিপি থেকে এসইও, এবং মোঃ মকবুল এলাহীকে এফএভিপি থেকে ইও করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুন্সে’র পুরাতন বোর্ড ভেঙ্গে দিয়ে নতুন বোর্ড গঠন করা হয়। নতুন এ বোর্ড এমন সিদ্ধান্তে বিনিয়োগ কারিরা সন্তষ্ঠি প্রকাশ করেন। বোর্ডেও এমন সিদ্ধান্তে কোম্পানিতে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে তারা মনে করেন।

এএ

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর