জাপানি কোম্পানির কাছে ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ ৪২ হাজার হস্তান্তর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২৬ ০৮:০১:৫৫
পুঁজিবাজারের তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডসের মালিকদের কাছে থাকা ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি হস্তান্তর করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার ও সোমবার মিনোরি বাংলাদেশের কাছে এই শেয়ার হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি সূত্র জানায়, রুগ্ন ও বন্ধ কোম্পানিগুলোকে ফের ব্যবসায় ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে মিনোরি বাংলাদেশকে ফু-ওয়াং ফুডের ব্যবসা অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। উদ্যোক্তা-পরিচালকদের নূন্যতম ৩০ শতাংশ শেয়ার থাকার শর্ত পূরণে ব্যর্থতার দায়ে গত বছরের জুলাই মাসে কোম্পানিতে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়।
ডিপোজিটার (ব্যবহারিক) প্রবিধান ২০০৩ এর বিধি ৪২ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) উপ-বিধি ১১.৬ (মিলিত লেনদেন) এর অধীনে শেয়ার ক্রয় চুক্তি (এসপিএ) অনুসারে শেয়ার হস্তান্তর করা হয়েছে।
সূত্র মতে, ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি শেয়ারের মধ্যে ফু-ওয়াং ফুডসের ব্যবস্থপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরীর নামে ছিলো ৩৯ রাখ ৪২ হাজার ৭২৬টি শেয়ার, তার মেয়ে আফসানা তারান্নুম ও লুবাবা তাবাসসুমের নামে ছিলো ২২ লাখ ৩০ হাজার করে শেয়ার।
নাম প্রকাশ না করার শর্তে মিনোরি বাংলাদেশের উর্ধ্বতন এক কর্মকর্তা সানবিডিকে বলেন, আগের মালিকদের কাছে থাকা শেয়ার মিনোরির কাছে হস্তান্তর করা হয়েছে। শেয়ার হস্তান্তরের তথ্য ফু-ওয়াং ফুডসের কোম্পানি সচিবকে দিয়েছি। তিনি এটি কমিশনকে অবহিত করবেন।
এর আগে গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি,২০২২) এ কমিশন সভায় কোম্পানিটি মিনোরি বাংলাদেশকে অধিগ্রহণের অনুমোদন দেয় কমিশন। সভায় কয়েকটি শর্ত দিয়ে তা অনুমোদন দেয়। শর্তগুলো ছিলো-
মালিকানা নেয়ার পর মিনোরি বাংলাদেশকে প্রযোজ্য উৎসে কর জমা দেয়ার জন্য প্রবিধানের বিধি-বিধান অনুযায়ী ঘোষণা দিতে হবে।
শেয়ার হস্তান্তরের পর মিনোরি বাংলাদেশ শেয়ারের বিপরীতে এক বা একাধিক মনোনীত প্রতিনিধি বা পরিচালক নিয়োগ করবে।
ফু-ওয়াং ফুডের দায় দেনা নিয়মিত পরিশোধ ও কোম্পানিটি সুষ্ঠভাবে পরিচালনার জন্য কমপক্ষে ২০ কোটি টাকার শেয়ার মানি ডিপোজিট হিসেবে রাখবে।
এই টাকা আলাদা একটি ব্যাংক হিসাবে রাখতে হবে। যা দিয়ে ব্যাংকের দায় দেনা নিয়মিত পরিশোধ, জমি অধিগ্রহণ, কার্যকরি মূলধন ও উৎপাদন সুবিধা নিশ্চিত করার জন্য ব্যবহার করা যাবে।
৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণের জন্য শেয়ার মানি ডিপোজিটের শেয়ারের অর্থের বিপরীতে মূলধন বাড়ানোর ক্ষেত্রে কমিশনের সম্মতি নিতে হবে।
উল্লেখ,গত বছরের জুলাই মাসে মিনোরি বাংলাদেশ উৎপাদনে বন্ধ থাকা এমারেল্ড অয়েলকে অধিগ্রহন করে। মালিকানা গ্রহণ করে তারা চলতি জানুয়ারিতে দীর্ঘ প্রায় পাঁচ বছর বন্ধ থাকা কোম্পানিকে ফের উৎপাদনে ফিরিয়ে এনেছে।
মিনোরি মূলত বাংলাদেশি মালিকানায় জাপানি প্রতিষ্ঠান। এই কোম্পানিটি প্রধানত ধান, শাকসবজি এবং ফলসহ অর্গানিক ফসল উৎপাদন করে এবং বাজারজাত করে থাকে।
এদিকে ফু-ওয়াং এর পণ্য তালিকায় রয়েছে ব্র্রেড, বিস্কুট, কেক, টোস্ট, ওয়েফার বার, চকলেট, ইনস্ট্যান্ট নুডলস, ড্রিংকিং ওয়াটার, কার্বনেটেড ড্রিংকস এবং এনার্জি ড্রিংকস। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ফু-ওয়াং ফুডস ২০০০ সালের জুলাই মাসে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর