১২ দশমিক ৭ শতাংশ বেড়েছে তুরস্কের ইস্পাত উৎপাদন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-২৬ ০৯:২৮:০৬
বর্তমানে বিশ্বে ইস্পাত উৎপাদনে অষ্টম শীর্ষ দেশ তুরস্ক। দেশটি ইস্পাত উৎপাদন খাত সাফল্যের সঙ্গে ২০২১ সাল পার করেছে। এ বছর ধাতব পণ্যটি উৎপাদনে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে তুরস্ক। এক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করেছে অবকাঠামো ও শিল্প উন্নয়ন খাতে পণ্যটির ঊর্ধ্বমুখী চাহিদা। খবর আনাদোলু এজেন্সি।
এ বিষয়ে টার্কিশ স্টিল প্রডিউসারস অ্যাসোসিয়েশন (টিসিইউডি) সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ২০২১ সালে দেশটির ইস্পাত উৎপাদনের তথ্য সংকলন করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিদায়ী বছর তুরস্কের অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের তুলনায় ১২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৪ লাখ টনে।
বৈশ্বিক শুল্কহারের প্রতিবন্ধকতা, কাঁচামাল ও জ্বালানি সংকট এবং কার্বন নিঃসরণ রোধের লক্ষ্য—এসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সাফল্যের সঙ্গেই বছর শেষ করেছে দেশটির ইস্পাত উৎপাদন খাত।
সানবিডি/এনজে