দর পতনের শীর্ষে এপেক্স ফুটওয়্যার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২৬ ১৬:২০:৫৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৪৯ বারে ৪ লাখ ৪৭ হাজার ২৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৭০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪০ বারে ১ লাখ ৫৪ হাজার ৫৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২৭৭ বারে ১৪ লাখ ১ হাজার ৫০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৫২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- শমরিতা হসপিটালের ৫.২৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.১৪ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৯৪ শতাংশ, প্রাণের ৪.৭৮ শতাংশ, বসুন্ধরা পেপারের ৪.৬৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.৪৫ শতাংশ এবং ন্যাশনাল টি’র শেয়ার দর ৪.২০ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস