যৌতুকের মোটরসাইকেলের জন্য স্ত্রীর গলায় ছুরি

আপডেট: ২০১৬-০২-১২ ১৫:২০:৩৪


237গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে যৌতুকের দাবিকৃত মোটরসাইকেল না পেয়ে স্ত্রী জুথি আকতারকে (১৮) গলা কেটে হত্যার চেষ্টা করে পাষণ্ড স্বামী। আহত জুথিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন।

গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চামড়গাছা পার্বতীপুর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে জুথি আকতারের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির মৃত মফিজ উদ্দিন মাস্টারের ছেলে আপেলের ১১ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আপেল স্ত্রী জুথিকে তার বাবার কাছ থেকে একটি অ্যাপাচি ১৫০ সিসি মোটরসাইকেল আনতে চাপ সৃষ্টি করে। এর জন্য মাঝে-মধ্যে এ নিয়ে জুথিকে মারপিট করতো।

গত রাতেও এ নিয়ে স্ত্রী জুথির সঙ্গে আপেলের ঝগড়া হয়। এরপর জুথি ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ৫টার দিকে আপেল ছুরি চালিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। জুথি টের পেয়ে দৌড়ে বাথরুমে ঢোকে। এ সময় আপেলও জোর করে বাথরুমে ঢুকে জুথিকে ফেলে গলায় ছুরি চালালে তিনি চিৎকার দেয়। তার চিৎকারে পাশের ঘর ও আশপাশ থেকে অন্যরা ছুটে আসলে আপেল পালিয়ে যায়। গলার কিছু অংশ কাটা অবস্থায় আহত জুথিকে তাৎক্ষণিক উদ্ধার করে রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, জুথির বাবা জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জুথির অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে। এ ব্যপারে কামারদহ ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম রতন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সানবিডি/ঢাকা/আহো