শাবিতে ফুটবলের গায়ে উপাচার্যের নাম লিখে খেললেন শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২২-০১-২৮ ১০:২৮:৪৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বিরুদ্ধে টানা ১২ দিন ধরে চলছে আন্দোলন। এর মধ্যে টানা সাত দিন উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন করেন শিক্ষার্থীরা। পরে অনশন ভেঙে শিক্ষার্থীরা অহিংস আন্দোলনের ঘোষণা দেন।
এদিকে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ফুটবলের গায়ে উপাচার্যের নাম লিখে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এদিন বিকেল সাড়ে ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে অংশ নেন আন্দোলনকারী শিক্ষার্থীদেরই একাংশ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা উপাচার্য ফরিদ উদ্দিনের আহমেদের পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনের অংশ হিসেবেই আমরা এ ফুটবল ম্যাচের আয়োজন করেছি।
এর আগে গত ২৬ জানুয়ারি (বুধবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. ইয়াসমিন হক শিক্ষার্থীদের অনশন ভাঙান। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা ১৬৩ ঘণ্টা অনশনে বসেন।
পরে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ, রেজিস্ট্রার ভবন, কন্ট্রোলার ভবন এবং সকল একাডেমিক ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা।
এএ