টানা তিন দিন শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-৩০ ১১:০৬:৩৪
উত্তরের জেলা দিনাজপুরে টানা তিন ধর শৈত্যপ্রবাহ বিরাজ করছে।একইসঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বইছে হিমেল হাওয়া, কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। এতে নাকাল অবস্থায় মানুষের জীবন। যদিও তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আজ (৩০ জানুয়ারি ২০২২) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতায় ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
এর আগে গত দুইদিন জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার ভাষায় যা মৃদু শৈত্যপ্রবাহ।
এছাড়াও জেলার পার্শ্ববর্তী কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫ ; তেতুলিয়ায় ৬ দশমিক ৮; সৈয়দপুর ৮ দশমিক ২; রংপুরে ৯ দশমিক ৫; ডিমলায় ৮ দশমিক ৯; নওগাঁ ৮ দশমিক ৫; রাজশাহীতে ৮ দশমিক ৬; চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৬ ও শ্রীমঙ্গলে ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে টানা তিন দিন ধরে শৈত্যপ্রবাহ বিরাজ করায় নাকাল হয়ে পড়েছে মানুষের জীবন। লোকজন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। ঘরে ফিরছে সন্ধ্যা গড়ার সঙ্গে সঙ্গে। তবে আজ সকালে প্রচণ্ড কুয়াশা থাকলেও সকাল ৯ টার পর উঠেছে সূর্য, তবে প্রখরতা ছিল কম।
সানবিডি/এনজে