কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-৩০ ১৪:১৭:৫৭
চট্টগ্রামের কর্ণফুলী নদীর আনু মাঝিরঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।
আজ রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- বাবা তপন দাশ ও ছেলে সমীর দাশ।
এ বিষয়ে চট্টগ্রাম নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ডিঙ্গি নৌকা নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। একপর্যায়ে নৌকা উল্টে পানিতে তলিয়ে যান বাবা ও ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সানবিডি/এনজে