ঢাকা ফিরছেন মিরাজ, খেলবেন না বিপিএল

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০১-৩০ ১৬:১৫:২৯


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব হারানোর পরদিনই চলতি আসরের বিপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মেহেদি মিরাজ। রবিবার (৩০ জানুয়ারি) তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দিয়েছেন এবং ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

বিপিএল ছাড়ার কারণ হিসেবে বাংলাদেশ জাতীয় দলের এই স্পিন অলরাউন্ডার জানিয়েছেন, তাঁর মায়ের অসুস্থতার কারণে তিনি বিপিএলের চলতি আসরের বায়ো-বাবল থেকে বেরিয়ে আসছেন।

সংবাদ মাধ্যমকে মিরাজ বলেছেন, ‘সকল নিয়ম মেনে আমি আজ (৩০ জানুয়ারি) বিপিএল ছেড়ে ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মা অসুস্থ। বিষয়টি আমি বিসিবি’র সিইও এবং আমার টিম ম্যানেজমেন্টকে জানিয়েছি।’

ঢাকা পর্বের তিন ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক ছিলেন মেহেদি মিরাজ। তাঁর দল দুই ম্যাচে জয় পেয়েছিলো। চট্টগ্রামে গিয়ে প্রথম ম্যাচে হারে চ্যালেঞ্জার্স। এরপর দলের হেড কোচ পল নিক্সন দেশে ফিরে গেছেন। পরেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মিরাজকে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জানিয়েছে, নিক্সন যাওয়ার আগে মিরাজকে চাপ মুক্ত রাখতে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা বলে গেছে। তবে ওই যুক্তি মানছেন না মিরাজ।

তিনি বলেন, ‘ম্যাচের এক ঘণ্টা মতো আগে আমাকে জনানো হলো যে, আমি আর দলকে নেতৃত্ব দিচ্ছি না। এটা বিব্রতকর। নিক্সন আমাকে নেতৃত্বে চান না, এমন কিছু আমাকে বলে যাননি। আমার সংগে কাজ করে তিনি খুশি ছিলেন বলেও মনে হয়েছে।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম জানিয়েছেন, তাঁরা মিরাজ-এর সংগে বসবেন। নেতৃত্ব চলে যাওয়ায় তিনি দল ছাড়ছেন না কি অন্য কোন কারণে সেটা জানতে চেষ্টা করবেন।

এএ