প্রথমবারের মতো ইসরাইলি প্রেসিডেন্টের আমিরাত সফর
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০১-৩০ ১৬:৩৮:৫৯
প্রথমবারের মতো ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। রোববার তিনি এ সফরে গেছেন।
এটি একটি ঐতিহাসিক সফর বলে দাবি করছে ইসরাইল। কারণ এর আগে দেশটির কোনো প্রেসিডেন্ট আমিরাত সফরে যাননি। খবর ডেইলি সাবাহর।
দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এটি হচ্ছে উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর।
সফরে ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে তার স্ত্রী মিশেলও রয়েছেন। দুদিনের এ সফরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে দেখা করবেন তারা।
হার্জগ বলেন, ইসরাইলি প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম আমিরাতে সফর করে ইতিহাস তৈরি করার সুযোগ আমাদের আছে। তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে দুই দেশ নতুন একটি অভিন্ন ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছে।
সানবিডি/এনজে