শুক্রবার গ্রন্থমেলায় বই এসেছে ২৮০টি
আপডেট: ২০১৬-০২-১৩ ১২:১৪:৪৩
শুক্রবার অমর একুশে গ্রন্থমেলার ১২তম দিনে মেলায় নতুন বই এসেছে ২৮০টি ।
বাংলা একাডেমির সমন্বয় ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
বিষয়ভিত্তিক বই:
গল্প-৪৫টি, উপন্যাস-৪৩টি, প্রবন্ধ-১৭টি, কবিতা-৮৩টি, গবেষণা-৩টি, ছড়া-১১টি, শিশুতোষ-৪টি, জীবনী-৪টি, রচনাবলী-০টি, মুক্তিযুদ্ধ-১১টি, নাটক-০টি, বিজ্ঞান-৩টি, ভ্রমণ ৪টি, ইতিহাস-২টি, রাজনীতি-১টি, স্বাস্থ্য/চিকিৎসা-৪টি, কম্পিউটার-৩টি, রম্য/ধাঁধা-২টি, ধর্মীয়-২টি, অনুবাদ-৫টি, অভিধান- ৫টি, সায়েন্স ফিকশন-৩টি এবং অন্যান্য-২০টি।
উল্লেখযোগ্য কিছু বই:
বহুবিবাহ ইসলাম ও মুহাম্মদ (স) লেখক আহমদ মনসুর, কষ্টের কুন্ড- কবি বাচ্চু আলী, নরকের পিশাচ রকিব হাসানের গোয়েন্দা কাহিনী, চ্যাম্পিয়ন-ফাহিম পারভেজ দিপ্ত, হলুদ বসন্ত-বাকী বিল্লাহ বিকুল যুদ্ধ জয়ের গল্প-জাহাঙ্গীর শাহরিয়ার, প্লোট রিপাবলিক- আমিনুল ইসলাম ভুইয়া, পৃথিবীর সবচেয়ে রূপবতী নারী আপনার জন্য-আনিসুল হক আহত কফিন-ভীম চন্দ্র সানা।
সব বইয়ের লিস্ট দেখতে ক্লিক করুন।
অনুষ্ঠানমালা:
সকাল ৯:৩০টায় গ্রন্থমেলার মূলমঞ্চে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে থাকেন আনিসুর রহমান তনু, ইয়াকুব আলী খান এবং সাগরিকা জামালী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় বাংলাদেশে নজরুলচর্চা : অতীত থেকে বর্তমান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকউল্লাহ খান। আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহীত উল আলম, কবি ও সাংবাদিক হাসান হাফিজ এবং কবি রেজাউদ্দিন স্টালিন। সভাপতিত্ব করেন প্রখ্যাত নজরুল গবেষক ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।
সংগীত সন্ধা:
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নীহার দে আকাশের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘সুরের আলো সংগীত একাডেমী’-এর শিল্পীবৃন্দ। এছাড়াও সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী খালিদ হোসেন, লিলি ইসলাম, নাশিদ কামাল, সালাউদ্দীন আহমদ, লীনা তাপসী এবং আবদুল ওয়াদুদ। যন্ত্রাণুষঙ্গে ছিলেন, দীপক কুমার দাস (তবলা), হাসান আলী (বাঁশি), আবু কামাল (বেহালা), ফিরোজ খান (সেতার) এবং মো. আজিজুর রহমান (কী-বোর্ড)।
আজকের অনুষ্ঠান:
শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হবে সকাল ১১:০০টায় এবং চলবে রাত ৮:০০টা পর্যন্ত। অমর একুশে উদ্যাপন উপলক্ষে সকাল ১০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন শিশুসাহিত্যিক সুজন বড়–য়া, নাট্যজন মাসুম রেজা এবং শাহিদা খাতুন।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান :
বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বাংলাদেশে মুক্তিযুদ্ধচর্চা : অতীত থেকে বর্তমান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক মেসবাহ কামাল। আলোচনায় অংশগ্রহণ করবেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ড. মোহাম্মদ সেলিম এবং দিব্যদ্যুতি সরকার। সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক অধ্যাপক সনৎকুমার সাহা। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সানবিডি/ঢাকা/এসএস