নিরাপদ খাদ্য প্রাপ্তি মানুষের সাংবিধানিক অধিকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-০১ ২১:০৭:৪২


নিরাপদ খাদ্য প্রাপ্তি মানুষের সাংবিধানিক অধিকার জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার এই অধিকার পূরণে দৃঢ় প্রতিজ্ঞ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী ২ ফেব্রুয়ারির ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এই কথা বলেন।

তিনি জানান, খাদ্য উৎপাদন ও পুষ্টি নিশ্চিতে সরকার গবেষণার ওপর গুরুত্ব দিয়েছি। ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’- এর সফল বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।

শেখ হাসিনা বলেন, দেশের জনগণের পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পঞ্চমবারের মতো ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২২’ পালিত হওয়ায় আমি আনন্দিত। দিবসটির এই বছরের প্রতিপাদ্য ‘সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি’। যা যথাযথ হয়েছে বলে মনে করি।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা অর্জনের পাশাপাশি নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। ভেজাল ও দূষণমুক্ত খাদ্য প্রাপ্তির জন্য আইন প্রণয়ন করা হয়। এরপর থেকে জনসচেতনতা তৈরি, ভেজাল ও দূষণবিরোধী অভিযান পরিচালনা, বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম ও দেশি-বিদেশি সংস্থার সংগে সমন্বয় করে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত খাদ্যের নিরাপত্তা ও পুষ্টিমান বজায় রাখা জরুরি। সেজন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। তিনি ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২২’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

এএ