পূবাইলে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-০২ ১৪:৫৫:১০
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ৪১নং ওয়ার্ডের বসুগাঁও এলাকার লিমন এন্টারপ্রাইজ নামে তুলা ও ঝুট প্রক্রিয়াজাতকরণ গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ভস্মীভূত গোডাউনের মালিক লাভলু জানান, প্রায় ৫০-৬০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে দক্ষিণ কুরিয়ার একটি চালানের শিপমেন্ট ছিল।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, তদন্তসাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।
সানবিডি/এনজে