২৫ থেকে ৩৫ টাকা বাড়তে পারে এলপিজির দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০২-০৩ ১৩:০১:২৬
ভোক্তা পর্যায়ে ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃম পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য আজ বৃহস্পতিবার ঘোষণা করবে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ঘোষিত মূল্যের সঙ্গে মিল রেখে স্থানীয় বাজারের জন্য এ দাম ঘোষণা করা হবে। আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের কাঁচামাল প্রোপেন ও বিউটেনের দাম বেড়ে যাওয়ায়
দেশে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ২৫ থেকে ৩৫ টাকা বাড়তে পারে।
আজ দুপুর ১২টায় ভার্চুয়ালি এলপিজির দাম ঘোষণা করবে কমিশন। একই সঙ্গে পরিবহনে ব্যবহূত এলপিজি, যা অটোগ্যাস নামে পরিচিত, তারও মূল্য নির্ধারণ করা হবে। এর দামও বাড়তে পারে।
সৌদি আরামকোর নির্ধারিত মূল্যকে হিসাবে নিয়ে প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে দেশে এলপিজির কেজিপ্রতি মূল্য প্রতি মাসে ঘোষণা করা হয়। জাহাজভাড়া, প্রিমিয়াম চার্জ, মজুত ও বোতলজাত করার ব্যয়, ডিলারদের খরচ, খুচরা বিক্রেতাদের খরচ ও বিভিন্ন পর্যায়ের ভ্যাট-ট্যাক্স যোগ করে ভোক্তা পর্যায়ে এর দাম নির্ধারণ করা হয়। এই ব্যয়টুকু সাধারণত প্রতি মাসেই ফিক্সড থাকে। কেজিপ্রতি বিভিন্ন চার্জ ও ভ্যাট-ট্যাক্স পড়ে ৩৬ টাকা ৩১ পয়সা।
সানবিডি/এনজে