২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-০৩ ১৬:৫৫:০১


আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময় টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, করোনার বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানে দুই সপ্তাহ ছুটি বাড়ানো হবে।

প্রসঙ্গত, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যযক্রম বন্ধ রয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম চলছে।

বৃহস্পতিবারের অফিস আদেশে বলা হয়, ‘করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনের চিঠির আলোকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিভাগের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। তবে এ সময়ে টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।’

উল্লেখ্য, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।

এএ