নতুন বইয়ের উপর থাকছে মোট ৪৫% ছাড়
নগদ-রকমারি অনলাইন বইমেলা উদ্বোধন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০২-০৪ ১৮:০৩:২১
ভাষার মাস উপলক্ষে রকমারি ডটকমে শুরু হয়েছে ‘নগদ-রকমারি অনলাইন বইমেলা ২০২২’। বইমেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি।
৩ ফেব্রুয়ারি অনলাইন প্ল্যাটফর্মে মেলা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
রাতুল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জুনাইদ আহ্মেদ পলক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টার সুফল সারাদেশের মানুষ পাচ্ছে। ২০০৮ সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটালাইজেশনের জন্য যেসব প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন, তার ফলেই আজ দেশের মানুষ প্রযুক্তিনির্ভর হতে পারছে। রকমারির মতো প্রতিষ্ঠান এসব ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।’
তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ জাতি গঠনে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও উদার-গণতান্ত্রিক প্রজন্ম গড়ে তুলতে হবে। বইপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করা ছাড়া এমন প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়। জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার যে অঙ্গীকার সরকার নিয়েছে, তা পূরণে রকমারি বড় ভূমিকা রেখে চলেছে।’
রকমারির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘রকমারি প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর এই অনলাইন বইমেলার আয়োজন করে আসছে। অমর একুশে বইমেলায় অনেক পাঠক ইচ্ছা থাকার পরও যেতে পারেন না। দেশের দূর-দূরান্তের, প্রত্যন্ত অঞ্চলের এসব মানুষের বই কেনার ইচ্ছা পূরণ করছে রকমারি বইমেলা। দেশের বিরাট সংখ্যক পাঠক সাথে আছেন বলেই আমরা এতদূর আসতে পেরেছি।’
মেলায় পাঠকদের জন্য থাকছে সব নতুন বইয়ের উপর ২৫% ছাড়। এ ছাড়াও নগদের মাধ্যমে মূল্য পরিশোধ করলে আরও ২০% ক্যাশব্যাক। মেলায় এ বছর যুক্ত হয়েছে ‘বর্ণমালা’ অফার। এ অফারের মাধ্যমে রয়েছে স্মার্টফোন ও বাইক জেতার সুযোগ।
এএ