২৪ বছর পর পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৪ ১৯:০১:১৫


দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তান সফর যাওয়ার সূচি ঠিক করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শুক্রবার অজি ক্রিকেট বোর্ডের তরফে আসন্ন পাকিস্তান সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে।

পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে পা রাখবে অস্ট্রেলিয়ার টেস্ট দলের খেলোয়াড়রা। এর আগে তারা অস্ট্রেলিয়ায় আইসোলেশনে থাকবেন। পাকিস্তানে পৌঁছে একদিন হোটেলে থাকার পরই অনুশীলনে নেমে পড়বেন তারা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত খেলোয়াড়রা যাবেন ২৪ মার্চ। তারাও অস্ট্রেলিয়ায় আইসোলেশনে থেকে এরপর পাকিস্তানে রওয়ানা দিবেন।

আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হবে দুই দলের লড়াই। ১২ মার্চ করাচিতে দ্বিতীয় টেস্ট ও ২১ মার্চ লাহোরে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

এরপর ২৯ মার্চ প্রথম ওয়ানডে, ৩১ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২ এপ্রিল হবে তৃতীয় ওয়ানডে। এ সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

৫ এপ্রিল এই রাওয়ালপিন্ডিতেই একটি টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে শেষ হবে দুই দলের লড়াই।

২০০৯ সালে শ্রীলঙ্কার দলের ওপর সন্ত্রাসী হামলার পর ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানে টেস্ট ক্রিকেট আয়োজন করা যায়নি। অস্ট্রেলিয়া শেষবার ১৯৯৮ সালে মার্ক টেলরের নেতৃত্বে পাকিস্তান সফর করেছিল।

এএ