পল্টনে ১০ তলা ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-০৬ ১৫:৫৫:৩০


রাজধানীর পল্টনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টা ১০ মিনিটে এ আগুন লাগে।

পল্টনের ৫১ বিজয়নগরে আরকেডিআর টাওয়ারে ৮ম তলায় এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন লিমা খানম।

সানবিডি/এনজে