দর পতনের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০২-০৬ ১৬:১৬:১৫
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৭৭ বারে ২২ লাখ ৮৩ হাজার ৫২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯০১ বারে ৩১ লাখ ৩৬ হাজার ৯৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৫৫ বারে ১৩ হাজার ৪৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- কুইন সাউথ টেক্সটাইলের ৫.৪৪ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৪.৭৪ শতাংশ, সানলাইফের ৪.৩১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.০৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৩.৮০ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৩.৭১ শতাংশ এবং ইয়াকিন পলিমারের শেয়ার দর ৩.৬৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস