দিনাজপুরে বৃষ্টির পর হাড় কাঁপানো ঠান্ডা বাতাস
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-০৬ ১৬:৩১:০৩
দিনাজপুরে গত শুক্রবার হয়ে গেলো সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত।এর ঠান্ডার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। তাপমাত্রা কমে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পাবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। শৈত্যপ্রবাহ না এলেও এর কাছাকাছি থেকে তাপমাত্রা কমে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন আজ বেলা ১১টা ৪৫ মিনিটে জানান, বৃষ্টি হলে স্বাভাবিকভাবে কুয়াশা বেড়ে যায়। সাথে বাতাসের আর্দ্রতাও বাড়তে থাকে। তাই আজ ভোর থেকেই ঘন কুয়াশা আর বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়ে ঠান্ডা বেড়ে গেছে। তিনি বলেন, আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এতে বাতাসের আর্দ্রতা রেকর্ড হয়েছে ৯৭ শতাংশ। গতিবেগ ৪/৫ কিলোমিটার থেকে আরও বাড়তে থাকবে বলে জানান তিনি। তবে তাপমাত্রা কমে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
এই ঘন কুয়াশা ও বাতাসের গতিবেগ বৃদ্ধিতে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দিনাজপুরের খেটে খাওয়া অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে বেড়েছে। কমেছে রাস্তায় বের হওয়া মানুষের যাতায়াত। সকালে ঘনকুয়াশায় হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো সড়কে চলাচল করছে। সূর্য উঁকি মেরে কুয়াশার ভাব কাটলেও বাতাস থাকায় কমেনি ঠান্ডা। গরম কাপড় ছাড়া বাইরে বের হওয়ার সাহস দেখাতে পারছেন না কেউ।
সানবিডি/এনজে