করোনার টিকায় ব্যয় হয়েছে ২০ হাজার কোটি টাকা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০২-০৭ ১৭:০০:০৪
দেশে মহামারি করোনার সংক্রমণ রোধে বিদেশ থেকে টিকা কেনার জন্য এখন পর্যন্ত সরকারের ২০ হাজার কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে জাতীয় সংসদে দুই দফায় সংসদ সদস্যদের প্রশ্ন এলেও বিষয়টি এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। তিনি সংসদকে জানিয়েছিলেন, ‘নন-ক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে ভ্যাকসিন কেনার কারণে সংসদে অর্থ খরচের হিসাব প্রকাশ করা সমীচীন হবে না।’ তবে সংসদে তিনি এও বলেন, ‘সততা ও স্বচ্ছতার নিশ্চিত করে প্রতিযোগিতামূলক মূল্যে ভ্যাকসিন কেনা হয়েছে।’
আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ১০ কোটি মানুষকে টিকা প্রথম ডোজ সম্পন্ন হয়েছে। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিক টিকা পাবেন।’
সানবিডি/এনজে