বসন্তের সাজে সাজল নোবিপ্রবি

আপডেট: ২০১৬-০২-১৪ ১৬:১১:২৪


NSTUপহেলা ফাল্গুন অর্থাৎ  ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ। বসন্তকে বরন করার জন্য নানা আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পাশাপাশি আজ সনাতন ধর্মালম্বিদের স্বরসতি পূজাও উৎযাপন করা হয় ।

পূজার অংশ হিসেবে গতকাল অস্থায়ী পূজা মণ্ডপ স্থাপন ও নতুন প্রতিমা আনা হয়। সকাল ৮ টায় পূজা আরম্ভ হয়। সনাতন ধর্মালম্বি শিক্ষক শিক্ষার্থী ছাড়াও অন্যান্য ধর্মালম্বি শিক্ষার্থীরাও পূজা উপভোগ করে।

পূজা   শেষ হওয়ার পর শুরু হয় বসন্ত বরন উৎসব। এর অংশ হিসেবে ১০ টায় এক আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি ছিল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আশা অতিথিরাও।

আনন্দ র‍্যালির পর ঘুরি উৎসব ও বাংলার অতিহ্যবাহি পিঠার আয়োজন করা হয়।

বসন্ত বরন উৎসবের মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিধ্বনির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ১২ টায়  সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে চলে দিনব্যাপী ।  সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল গান, নৃত্ব্য, কবিতা আবৃত, নাটক,মুখাভিনয়।