দর পতনের শীর্ষে মেঘনা পেট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৮ ১৬:১৮:৫২


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৩ বারে ৫৮ হাজার ৩২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৩০ বারে ১৩ লাখ ৯৭ হাজার ১৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৭১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বিএসসির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮ হাজার ১১৮ বারে ৫০ লাখ ৮৮ হাজার ২০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ কোটি ৬১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, অলটেক্সের ৩.৮৪ শতাংশ, শেফার্ডের ৩.৭১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৩.৪৩ শতাংশ, লিবরা ইনফিউশনের ২.৯৯ শতাংশ, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ২.৯৭ শতাংশ এবং বিবিএসের শেয়ার দর ২.৫৬ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস