বইমেলায় আসলো ‘এক পুলিশের ডায়েরি’
আপডেট: ২০১৬-০২-১৩ ১৯:০৪:৩৩
পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা সফিক উল্লাহর ৩০ বছরের পুলিশ-জীবনের নানা ঘটনা এবং তার দেখা রাজনীতি ও চাক্ষুষ করা ঘটনা নিয়ে রচিত বই ‘এক পুলিশের ডায়েরি’।
বইটি সম্পর্কে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক যেমন বলেছেন, পাঠক এ বই পড়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং তৎপরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন; পুলিশ সদস্যরাও বইটি পড়ে উপকৃত হবেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ঢাকা ক্লাব মিলনায়তনে ‘এক পুলিশের ডায়েরি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইজিপি এ কে এম শহীদুল হক ।
নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, ঢাকা ক্লাবের সভাপতি সৈয়দ শাহীন রেজা এবং সাবেক ছাত্রনেতা মনোয়ারুল হক।
আতাউর রহমান বলেন, বইটিতে জীবন আছে, জীবনের প্রবাহ আছে। তিনি এটিকে একটি সার্থক আত্মজীবনীমূলক গ্রন্থ হিসেবে আখ্যায়িত করে এর ব্যাপক প্রচার কামনা করেন।
নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বইটির লেখক সফিক উল্লাহ বলেন, “আমার ৩০ বছরের পুলিশ জীবনের নানা ঘটনা নিয়ে বইটি লেখা হয়েছে। পুলিশের চাকরি আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়। এ বই পাঠের ফলে পুলিশ সর্ম্পকে জনগণের নেতিবাচক ধারণা কেটে যাবে। বর্তমান প্রজন্মের পুলিশ কর্মকর্তারা বইটি পাঠ করলে তাদের পেশাগত জ্ঞানের উৎকর্ষ সাধন হবে।”
সাড়ে তিন শ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে শিল্পতরু প্রকাশনী। মূল্য ৪০০ টাকা। পাওয়া যাচ্ছে একুশে বইমেলায়।
সানবিডি/ঢাকা/রাআ