স্বর্ণের দাম বাড়লো ভরিপ্রতি ১৮৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-০৯ ১৭:৪৬:২৬


দেশে স্বর্ণের দাম প্রতি ভরিতে ১৮৮৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এই তথ্য জানানো হয়। প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৪ হাজার ৯৯৯ টাকা ৫২ পয়সা।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু।

নতুন মূল্য অনুযায়ী- প্রতি গ্রামে ২২ ক্যারেট সোনার দাম হবে ৬ হাজার ৪৩০ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ১৪৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ৩০০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ৪ হাজার ৩৯০ টাকা।

রূপার দাম অপরিবর্তিত রেখেছে সংগঠনটি। গ্রাম প্রতি ২২ ক্যারেট রূপার দাম এখন ১৩০ টাকা এবং ২১ ক্যারেট ১২৩ টাকা এবং ১৮ ক্যারেট ১০৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার দাম ৮০ টাকা।

গত ১৫ ডিসেম্বর সবশেষ স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিলো বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিলো ৭৩ হাজার ১৩৩ টাকা।

এএ