রাজধানীতে ডিএমপি’র মাদক বিরোধী অভিযান, আটক ৭৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১০ ১৩:৩১:৪০


রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৪ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এসব মামলায় তাদের আদালতে হাজির করা হবে।

পুলিশ জানায়, বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এম জি