২৩৪১ কোটি টাকা ব্যয়ে ৮ ক্রয় প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-১০ ১৬:১৮:০৬


২৩৪১ কোটি টাকা ব্যয়ে ৮টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে ১২০৬ কোটি টাকায় পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্ত করা ও দোতলা রাস্তা নির্মাণের একটি প্রকল্প রয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫ম সভা হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৯টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ২টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, সেতু বিভাগের ১টি, স্বাস্থ্য সেবা বিভাগের ১টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ১টি প্রস্তাব ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৭টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২,৩৪১ কোটি ৫৮ লাখ ৮৫ হাজার ১৩২ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১,৯৩৯ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৬৭৪ টাকা এবং জাইকা ঋণ ৪০১ কোটি ৭৮ লক্ষ ৬৮ হাজার ৪৫৮ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, ‘কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভুরঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পের পূর্ত কাজের ক্রয় পুনঃমূল্যায়নের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। পূর্ত কাজের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৬টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ৪টি কারিগরিভাবে রেসপনসিভ হয়। সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান হলো তাহের ব্রাদার্স লিমিটেড, মেসার্স এম.এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং মুহাম্মদ আমিনুল হক (প্রাইভেট) লিমিটেড।

তিনি বলেন, ‘পঞ্চবটি থেকে মুক্তাপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্ত করা ও দোতলা রাস্তা নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে ১৪টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব জমা পড়ে। তার মধ্যে ৪টি প্রতিষ্ঠান কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সানডং ইউকুয়াও গ্রুপ কোম্পানি লিমিটেড, চায়না সানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিকাল কোঅপারেশন গ্রুপ লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এজন্য ব্যয় হবে ১,২০৬ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৩৫৬ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, ‘শিশু ও মাতৃস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২ দেশের ৮টি বিভাগীয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ)’ প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউডি-১ এর আওতায় ৭টি বিভাগে মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন ডায়াগনস্টিক ইমেজিং সেন্টার নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। তার মধ্যে ১টি দরপত্র কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং চায়না জেসোবা গ্রুপ কোম্পানি লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৪০১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫৮ টাকা।

সভায় বিআইডব্লিউটিএ-এর জন্য ২টি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারসহ সহায়ক জলযান ও আনুষঙ্গিক সরঞ্জামাদি (প্যাকেজ-১৩, লট- ০১) সংগ্রহ ও ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড দরপত্রের বিভিন্ন পণ্য সরবরাহ করবে। এতে ব্যয় হবে ২১২ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৪৮০ টাকা।

সভায় বিআইডব্লিউটিএ-এর জন্য ২টি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারসহ সহায়ক জলযান ও আনুষঙ্গিক সরঞ্জামাদি (প্যাকেজ-১৩, লট-০২) সংগ্রহ ও ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। দরপত্রে রেসপন্সিভ দরদাতা কর্ণফুলী শীপবিল্ডার্স লিমিটেড ২টি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারসহ সহায়ক জলযান ও আনুষঙ্গিক সরঞ্জামাদি সরবরাহ করবে। এতে ব্যয় হবে ২১৩ কোটি ৬১ লাখ ৫ হাজার ৫৯৫ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, ১২৯৩টি ইউনিয়নে নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণকাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। গত ২০২০ ১৫ জুলাই তারিখের সিসিজিপি সভার অনুমোদনক্রমে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন বিনিয়োগ প্রকল্পের আওতায় ১২৯৩টি ইউনিয়নে নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণকাজ ক্রয়ে সামিট কমিউনিকেশনস লিমিটেড-এর সঙ্গে ২০০ কোটি ২০ লাখ ৩১ হাজার ৪৫৮ টাকায় সংশোধিত চুক্তি করা হয়। চুক্তি অনুসারে প্রকল্প বাস্তবায়নকালে কিছু কাজ বেড়েছে। নতুন কিছু আইটেম অন্তর্ভুক্ত হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪২ কোটি ৮৩ লাখ ৯২ হাজার ৪৫০ টাকা ব্যয় বেড়েছে। কমিটি ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, ১৩০৭টি ইউনিয়নে নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণ কাজের ভেরিয়েশনের আরও একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের আওতায় ১৩০৭টি ইউনিয়নে নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণ কাজ ক্রয়ে ফাইবার এট হোম লিমিটেড-এর সঙ্গে ২০৬ কোটি ২৯ লাখ ৩৫ হাজার ১১৭ টাকায় সংশোধিত চুক্তি করা হয়।

এএ