গণতন্ত্র সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১০ ১৯:২৪:৫১
ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচক ২০২১ সালের তালিকায় বাংলাদেশের এক ধাপ উন্নতি ঘটেছে। গত বছরের তুলনায় নাগরিক স্বাধীনতার সূচকে এগিয়েছে বাংলাদেশ।
বিশ্বের ১৬৭টি দেশের এই তালিকায় বাংলাদেশ তিউনিশিয়ার সঙ্গে যৌথভাবে ৭৫তম স্থানে অবস্থান করছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পাঁচটি বিভাগের স্কোরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। বিভাগগুলো হলো- নির্বাচন প্রক্রিয়া ও বহু দলীয় ব্যবস্থা, সরকারের কর্মকাণ্ড, রাজনৈতিক অংশগ্রহণ, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা।
সামগ্রিকভাবে ১০ পয়েন্টের মধ্যে ৫ দশমিক ৯৯ স্কোর করে বাংলাদেশ এখনও মিশ্র শাসনের দেশ রয়ে গেছে। ইআইইউর তথ্যমতে, এ ধরনের দেশে ব্যাপক অনিয়ম নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে বাধা দেয়, দুর্নীতি ব্যাপকভাবে বিস্তৃত এবং আইনের শাসন দুর্বল।
২০০৬ সালে প্রকাশিত প্রথম তালিকায়, ৬ দশমিক ১১ স্কোর করে ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের স্বীকৃতি পেয়েছিল। পরের বছর এ তালিকায় অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান হয় মিশ্র শাসনের দেশে শ্রেণিতে এবং এটি এখন পর্যন্ত তাই রয়ে গেছে।
এএ